
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্তমান দিনে চ্যাট জিপিটির ভূমিকা অপরিসীম। দৈনন্দিন জীবনে কিছু বিষয়ে জানতে চাইলে কিংবা কোনও বিষয়ে আগ্রহ তৈরি হলে একনিমেষে সেই সংক্রান্ত সকল তথ্য হাজির করে চ্যাট জিপিটি। যার পোশাকি নাম এআই। এবার এক অসুস্থ মানুষের জীবন বাঁচাল চ্যাট জিপিটি।
কীভাবে হল এই অসাধ্য সাধন? জানা গিয়েছে, ওই ব্যক্তি দিনকয়েক আগে হালকা ব্যায়াম করেছিলেন। এরপরই তার সারা শরীরজুরে ব্যথা হতে শুরু করে। তিনি প্রথমে সেই নিয়ে হেলদোল না দেখালেও পরে ব্যথা বাড়ায় চ্যাট জিপিটির শরণাপন্ন হন। চ্যাট জিপিটি তাঁকে জানায়, দেরি না করে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। ব্যায়াম করার পর তাঁর যে লক্ষ্মণগুলো দেখা গিয়েছে, চিকিৎসার পরিভাষায় তাঁর নাম র্যাবডোমায়োলাইসিস। এর প্রভাবে একদম প্রাথমিক অবস্থায় পেশি টিস্যু ক্ষতিগ্রস্থ হয়। এ থেকে কিডনির ক্ষতি পর্যন্ত হতে পারে। শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতার জন্য বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে, এমনকী সঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
তিনি চ্যাট জিপিটির পরামর্শ শুনে দ্রুত হাসপাতালে যান। সেখানে চ্যাট জিপিটির অনুমানই সত্যি বলে প্রমাণিত হয়। ওই ব্যক্তির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তাঁকে এক সপ্তাহ পর্যন্ত হাসপাতালেও থাকতে হয়েছিল। তিনি তাঁর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মধ্যে। সেখানে কেউ বলেছেন, চ্যাট জিপিটির এই ধরণের কাজে বরাবরই দক্ষ। অন্য আরেকজন বলেছেন, চিকিৎসা সংক্রান্ত কিছু জানতে চাইলে চ্যাট জিপিটি অত্যন্ত দক্ষতার সঙ্গে বিশ্লেষণ করে। সেই ভিত্তিতে পেশাদার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিলেই যে কোনও মানুষের সহায়তা হবে।
তবে এটা নতুন নয়। এর আগে একজনের গাড়ি দুর্ঘটনায় পড়ে। তাঁর মা তাঁকে নিয়ে ডাক্তারের কাছে যান। ডাক্তাররা সামান্য কিছু ওষুধ দিয়ে ফেরত পাঠিয়ে দেন। এরপর মহিলার সন্দেহ না কমায় তিনি এআই চ্যাটবক্সের কাছে বিশদে জানতে চান। সেখানে চ্যাট জিপিটি জানায় ফ্র্যাকচারের কথা। অন্য ডাক্তারের কাছে গেলে তিনিও ফ্র্যাকচারের কথা জানান।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও